হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ নভেম্বর ২০২৪, ২৩:২৯
আগামী বছরের হজযাত্রীদের বিমান টিকিটের ওপর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
একই সাথে হজ যাত্রীদের এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি'র ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এ সংক্রান্ত এক বিশেষ আদেশে এ জারি করেছে।
২০২৫ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী যাত্রীদের জন্য এ সুযোগ দিয়ে আদেশে বলা হয়, হজের ব্যয়ের একটি বড় অংশ বিমান ভাড়া। টিকেটের উপর প্রযোজ্য শুল্ক ও ফি ও মূসক হ্রাস বা অব্যাহতি দেওয়ায় হজ পালন সাশ্রয়ী হবে।
তবে এতে হজ যাত্রীদের কত টাকা সাশ্রয় হবে এনবিআরের আদেশে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
এর আগে, গত বুধবার আগামী বছরের হজযাত্রীদের জন্য আলাদা দু’টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে, সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা