২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হজের খরচ কমছে প্রায় লাখ টাকা

- প্রতীকী ছবি

হজের খরচ প্রায় এক লাখ টাকা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের হজে যেতে দু'টি প্যাকেজ ঘোষণা করা হবে আজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌনে ৫ লাখ টাকা খরচ করেই আগামী বছর হজে যেতে পারবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তবে সুযোগ-সুবিধা বিবেচনায় সাড়ে পাঁচ লাখ টাকার আরেকটি প্যাকেজও ঘোষণা করবে সরকার।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চূড়ান্ত বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

জানা যায়, গত বছর পবিত্র হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করে সরকার। আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার দায়িত্ব নেয়ার শুরু থেকেই সিন্ডিকেট ভেঙে দিয়ে হজযাত্রার খরচ কমানোর ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সে অনুযায়ী দায়িত্ব নেয়ার প্রথম থেকেই তৎপরতা শুরু করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। কিভাবে খরচ কমানো যায় সে বিষয়ে তিনি হজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলেন। দফায় দফায় মিটিং করে তিনি সব ধরনের উপায় নিয়ে আলাপ-আলোচনা করেন। এর মধ্যে সৌদি আরবও সফর করে আসেন তিনি। অবশেষে সুখবর পেতে যাচ্ছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের সদিচ্ছা ও ধর্ম উপদেষ্টার ঐকান্তিক প্রচেষ্টায় এবার হজের খরচ গত বছরের থেকে প্রায় এক লাখ টাকা কমে যাচ্ছে। গত বছর যেখানে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল, সেখানে এবার ৫ লাখ টাকার নিচে থাকবে সাধারণ প্যাকেজের খরচ।

এ ছাড়া গত বছর বিশেষ হজ প্যাকেজের নামে খরচ ধরা হয় ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সেখানে এবার বিশেষ প্যাকেজ থাকবে না। তবে দ্বিতীয় আরেকটি প্যাকেজ থাকবে। যার খরচও অনেক কম ধরা হয়েছে। দ্বিতীয় প্যাকেজটির খরচ ধরা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকার কিছু বেশি। মূলত হাজীদের কাবা ঘর থেকে কত দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে তার ওপর ভিত্তি করে হজের খরচের তারতম্য হয়ে থাকে।

বাংলাদেশের হাজীদের সাধারণত মিসফালাহ এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়। এবার আজিজিয়া এলাকাতেও হাজীদের আবাসনের ব্যবস্থা করা হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

হজের খরচ কমানোর বিষয়ে গত কয়েক দিনে বিভিন্ন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনও ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার দিনাজপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এবার দু’টি হজ প্যাকেজ ঘোষণা করা হবে। একটি হবে পবিত্র কাবাঘর থেকে এক-দেড় কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা, আরেকটি কাবাঘর থেকে আড়াই-তিন কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা। আসা-যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা ও আরামে থাকার জন্য ভালো আবাসনের ব্যবস্থাও থাকবে।

দু’টি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা-মদিনায় থাকা-খাওয়ার খরচ আর সৌদি সরকারকে ফি দেয়া। এবার হজের খরচ গতবারের চেয়ে কমবে। কত কমবে, জানানো হবে বুধবার।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার হজের খরচ কমাতে মূল ভূমিকা রেখেছে বিমান ভাড়া কমানো। এবার গত বছরের চেয়ে প্রায় ৫০ হাজার টাকা বিমান ভাড়া কমবে বলে জানা গেছে।
এছাড়া হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ: হামিদ জমাদ্দার নয়া দিগন্তকে বলেন, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা আছে বুধবার। সভা শেষে ধর্ম উপদেষ্টা আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবেন। এ জন্য এখনই খরচ সম্পর্কে চূড়ান্ত কথা বলা যাচ্ছে না। তবে এবার বিমান ভাড়া কমবে। সে কারণে হজের খরচও কম হবে।

দু’টি প্যাকেজ ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, পাঁচ লাখ এবং সাড়ে পাঁচ লাখ টাকার আশপাশে থাকবে খরচ। সভায় বিষয়টি চূড়ান্ত হবে।

জানা যায়, ২০২৪ সালে হজে যাওয়ার বিমানভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। এবার তা এক লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে ধর্ম মন্ত্রণালয় বিমানভাড়া আরো কমিয়ে দেড় লাখ টাকা করার চেষ্টা করছে। আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এ জন্য গত ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সরকারিভাবে দুই হাজার ৭০৮ জন এবং বেসরকারিভাবে ছয় হাজার ৬০০ জন প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন।


আরো সংবাদ



premium cement
বড় শাস্তি পেলেন বিরাট কোহলি বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে আ’লীগ : আলতাফ চৌধুরী বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ বসতঘরে আগুন : ডিসি-এসপির পরিদর্শন কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ ডুমুরিয়ায় স্কুলছাত্রের মৃত্যু : প্রেমিকার ২ মামা আটক সিরিয়ায় বাশারের পতনে বিদ্রোহের আশঙ্কায় দিন গুনছে সিসি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রশিবির কাজ করছে : জামায়াত আমির মেহেরপুরে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে সচিবালয়ে অগ্নিকাণ্ড : সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি মির্জা ফখরুলের ‘বাংলাদেশী’ সন্দেহে হয়রানির শিকার ভারতের বাংলাভাষীরা সচিবালয়ে আগুনের কারণ এখনো জানা যায়নি : ফায়ার সার্ভিসের মহাপরিচালক

সকল