১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

নির্বাচন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আ.লীগের দোসরদের প্রতিহত করতে হবে : সারজিস আলম

- ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের দোসররা ছাড়া দেশের সকল রাজনৈতিক দল, সকল মত, পথ, ধর্ম, বর্ণের মানুষ ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে। এখন যতদিন পর্যন্ত না নির্বাচন হবে, ততদিন ছাত্র জনতার পাশাপাশি দেশের সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে আওয়ামী লীগের দোসরদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

সোমবার ( ১৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় স্থানীয়, বিভাগীয় এবং কেন্দ্রীয় সমন্বয়করাও বক্তব্য রাখেন।

সারজিস বলেরন, ‘১৯৭১ সালের পূর্বে এবং পরে অনেক ঘটনাই ঘটেছে। ৭১ এর পরে ৯০ দেখেছি। আমরা ১৮ দেখেছি। এর পূর্বে ৭৯, ৬৬ ৬২ দেখেছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি স্বাধীন দেশে প্রায় ১৮ কোটি স্বাধীন মানুষ। যখন ১৬ বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকারের হাতে নিরুপায় হয়ে থাকে। তার মত প্রকাশের স্বাধীনতা বন্ধ হয়ে থাকে। তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে। তার যে অন্যান্য মৌলিক অধিকার, সেগুলো থেকেও মাহরুম হয়ে থাকে। তখন প্রথম একটি দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের পরে দ্বিতীয় পর্যায়ে আবার একটি স্বাধীনতার জন্য এ দেশের ছাত্র-জনতা নিজের জীবন বাজি রেখে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। আমরা অসংখ্য জায়গায় দেখেছি। আমার এক ভাই রাস্তায় গুলি খেয়ে পড়ে রয়েছে। তাকে অন্য দু’জন ভাই সরিয়ে নিয়েছে। তাদের ওই তিনজনের জায়গায় আবার পেছনে থেকে আবার তিনজন দাঁড়িয়ে গেছে জীবন দেয়ার জন্য। এটা হচ্ছে সেই স্পিড, যে স্পিড নিয়ে সিএমএইচ ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হসপিটালে আমার অসংখ্য ভাই একটি হাত হারিয়ে, একটি পা হারিয়ে আরেকটি হাত আরেকটি পা বিলিয়ে দেয়ার জন্য এখনো প্রস্তুত রয়েছে। এটা হচ্ছে সেই স্পিড, আমার যে ভাই তার নিজের দু’টি চোখ হারিয়ে পৃথিবীকে দেখার যে চিরতর বাসনা সেই বাসনাকে ধুলিস্যাৎ করে তার পরিবারের, তার প্রিয় মানুষগুলোর, তার সন্তান, তার সহধর্মিনী, তাদের দেখার সেই চোখ হারিয়ে এখনো তার জীবন দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

সারজিস বলেন, ‘আমাদের বুঝতে হবে এই যে ২০২৪ সালে ছাত্র-জনতার যে স্পিড, সেই স্পিড এমনি এমনি তৈরি হয়নি। বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিভিন্ন সময়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। কিন্তু আন্দোলগুলো তখন সফল হয়নি। কারণ, ওই সময় পুরো বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘এই ২০২৪ সাল এমন একটি সাল, যেটাতে ছাত্রদের একটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হলো। ২০২৪ সালে যখন এটি শেষ হয়, তখন এটি ছাত্র-জনতার এমন একটি আন্দোলনে রুপান্তরিত হয়েছিল। যেখানে ওই ফাসিস্ট আওয়ামী লীগের দোসররা ব্যতিত বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণ, সকল বয়সের মানুষ একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলেই ওই ফাসিস্ট হাসিনার পতন ঘটেছিল।’

সারজিস বলেন, ‘আমাদের কথা হলো ফ্যাসিস্ট হাসিনাসহ কিছু লোক হয়তো দেশ ছেড়ে পালিয়েছে। তার কিছু লোক হয়তো জেলে আছে। কিন্তু তিনি এই বিগত ১৬ বছরে তার যত দোসর তৈরি করেছেন, সেগুলো মোকাবেলা করার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো- এই ২৪-এর অভ্যুত্থানে আমরা যেমন আমাদের রাজনৈতিক যে দল, রাজনৈতিক যে আদর্শ, সেগুলোকে একপাশে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমেছিলাম। একইভাবে ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহত করার জন্য যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে, জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের সকল দোসরকে প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘ বিগত ১৬ বছরে হওয়া রংপুর বিভাগের সকল বৈষম্য দূর করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাজেটের বৈষম্য দূর করতে হবে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগসহ সকল উন্নয়ন বৈষম্য দূর করতে হবে।’

বেলা ৩টায় শুরু হয় এই মতবিনিময় সভা। এর আগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। মতবিনিময় করেন প্রশাসনসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে। সকালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের সাথেও ক্লোজডোর বৈঠক করেন সারজিস আলম।


আরো সংবাদ



premium cement
লেবাননে পেজারের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের শহীদ পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা

সকল