১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে মহাসড়ক ব্লকেড

- ছবি : সংগৃহীত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের মাধ্যমে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মডার্ন মোড় ব্লকেড করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে একত্রিত হয়ে মিছিল নিয়ে মডার্ণ মোড় ব্লক করে শিক্ষার্থীরা। তারা দাবি আদায়ে আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাই নাইসহ নানা স্লোগান দিতে থাকে। জনদুর্ভোগ এড়াতে দুপুর সোয়া ১টায় ব্লকেড তুলে নেয় শিক্ষার্থীরা।

ব্লকেডের কারণে সারাদেশের সাথে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীর সড়ক যোগাযোগ বন্ধ থাকে আড়াই ঘণ্টা।

এ সময় আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক সুমন, রহমত আলী, সাবিনা ইয়াসমিন, আশিক, নয়ন মিয়া প্রমুখ।

শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আাবু সাঈদের জীবনদানের মাধ্যমে নতুন মাত্রা পায়। সেই শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রায় দুই মাস হলেও ভিসি নিয়োগ দেয়া হচ্ছে না। অন্যান্য সকল প্রশাসনিক পদ শূন্য।

এটা আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য করার শামিল বলেও দাবি করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ভিসি না থাকার সে কারণে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে না। শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম স্থগিত। সেশনজটের কবলে পড়তে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। অবিলম্বে ভিসি নিয়োগ দেয়া না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন।


আরো সংবাদ



premium cement
এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের শহীদ পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

সকল