রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে মহাসড়ক ব্লকেড
- সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৯, আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের মাধ্যমে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মডার্ন মোড় ব্লকেড করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে একত্রিত হয়ে মিছিল নিয়ে মডার্ণ মোড় ব্লক করে শিক্ষার্থীরা। তারা দাবি আদায়ে আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাই নাইসহ নানা স্লোগান দিতে থাকে। জনদুর্ভোগ এড়াতে দুপুর সোয়া ১টায় ব্লকেড তুলে নেয় শিক্ষার্থীরা।
ব্লকেডের কারণে সারাদেশের সাথে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীর সড়ক যোগাযোগ বন্ধ থাকে আড়াই ঘণ্টা।
এ সময় আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক সুমন, রহমত আলী, সাবিনা ইয়াসমিন, আশিক, নয়ন মিয়া প্রমুখ।
শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আাবু সাঈদের জীবনদানের মাধ্যমে নতুন মাত্রা পায়। সেই শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রায় দুই মাস হলেও ভিসি নিয়োগ দেয়া হচ্ছে না। অন্যান্য সকল প্রশাসনিক পদ শূন্য।
এটা আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য করার শামিল বলেও দাবি করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ভিসি না থাকার সে কারণে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে না। শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম স্থগিত। সেশনজটের কবলে পড়তে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। অবিলম্বে ভিসি নিয়োগ দেয়া না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা