১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সাঈদ হত্যা মামলার এএসআই আমির ও কনস্টেবল সুজন কারাগারে

সাঈদ হত্যা মামলার এএসআই আমির ও কনস্টেবল সুজন কারাগারে - ছবি : নয়া দিগন্ত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রকে রিমান্ডে অসুস্থ হওয়ায় আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রংপুর মেট্রোপলিটন আদালত-২-এর বিচারক আসাদুজ্জামানের আদালতে আদালতে তাদের তোলেন পিবিআই। আদালত শুনানী শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১০ আগস্ট একই আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তদন্ত সংস্থার পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন।

কোর্ট ইন্সপেক্টর প্রীথিশ কুমার জানান, চার দিনের রিমান্ডে থাকা অবস্থাতেই দুই পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে চিকিৎসা শেষে বিষয়টি আদালতকে জানানো হয়। আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পিবিআই। যা এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে এসেছে।

গত ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী। ১৮ আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি হত্যা মামলা করেন। ১৯ আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায়। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে নারী শ্রমিক নিহত বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত অব্যাহতিপ্রাপ্ত ভিসি মোজাম্মেল হককে সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ইসলামী ব্যাংকের সাথে ফরেন করেসপনডেন্ট ব্যাংকগুলোর মতবিনিময় সহকর্মীদের তোপের মুখে শিল্পকলা ছাড়লেন জ্যোতি বগুড়ায় আমরা বিএনপি পরিবারের সহায়তা পেল ৩ শহীদ পরিবার শিক্ষাভবনে দুই গ্রুপের উত্তেজনা ও হাতাহাতি কাঁচপুরে ছয় হাজার স্কয়ার ফুটের ক্যালিগ্রাফিতে ঐক্যের ডাক ‘মহানবী সা: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায্য অধিকার নিশ্চিত করে গেছেন : আল্লামা আবদুল হাই নদভী এনআইডি কার্যক্রম স্থানান্তরে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে ডিআরইউর সাবেক সভাপতি আজমল খাদেমের ইন্তেকাল

সকল