ব্রহ্মপুত্র নদে গোসল নেমে ৪ শিশু নিখোঁজ
- কুড়িগ্রাম প্রতিনিধি
- ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:২২, আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০০
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নামলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)। তারা সকলেই স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে জুয়েল চতুর্থ শ্রেণি ও বাকি তিনজন প্রথম শ্রেণির শিক্ষার্থী।
জুয়েলের চাচাত ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, ‘আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবরি দল আসার কথা।’
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সেখানে লোকজন তাদেরকে রাত হওয়ায় উদ্ধার করতে পারেনি।’
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা