২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫, নিহত ২

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫, নিহত ২ - ছবি : নয়া দিগন্ত

যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ পাঁচজন গ্রেফতার গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান এ খবর নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজনরা জানান, গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়ীতে অভিযান করেন। এ সময় সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল, তার বাড়ির কাজের ছেলে শফিকুল, শাহাদৎ হোসেন, রিয়াজুল ইসলাম রকিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় ধস্তাধস্তির কারণে তারা গুরুতর আহত হন। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও দুপুরের দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যালে শফিকুল ইসলাম মারা যান।

তবে কর্তব্যরত চিকিৎসক বলছেন, আহত সুইটের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রের্ফাডের প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement