২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘শ্রমিকদের বেতন সর্বনিম্ন ১৬ হাজার টাকা করতে হবে’

‘শ্রমিকদের বেতন সর্বনিম্ন ১৬ হাজার টাকা করতে হবে’ - ছবি : নয়া দিগন্ত

শ্রমিকদের বেতন সর্বনিম্ন ১৬ হাজার টাকা করার দাবি করে কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০০৬ ও সংশোধিত ২০১৩ শ্রম আইন বাস্তবায়ন চায়। এ আইনের আলোকে শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ফেডারেশন। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গুলো ফিরে পাচ্ছে না মালিকরা শ্রমিকদের অধিকার বঞ্চিত করছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এ শ্লোগান নিয়ে জয়পুরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যাগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরো বলেন, শ্রমিকদের চিকিৎসার পৃথক হাসপাতাল প্রতিষ্ঠা। কথায় কথায় ছাটাই বন্ধ করার দাবিও জানান। জনাব রব্বানী বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত-আহত সকল শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ, পূনর্বাসন করতে হবে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান প্রতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাট জেলার শাখার প্রধান উপদেষ্টা ও জেলা আমির ডা. ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।

ফেডারেশনের জেলা সেক্রেটারি আসলাম হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেডারেশনের বগুড়া জেলার উপদেষ্টা আব্দুল আজিজ ও সরদার মোস্তাকিম, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, জয়পুরহাট শহর উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসাইন, সদর উপদেষ্টা মাওলানা ইমরান হোসেন, ফেডারেশনের জেলা সহ-সভাপতি আব্দুল হাদী ও শহিদুল ইসলাম পাটোয়ারী, আক্কেলপুর উপজেলা উপদেষ্টা সাখাওয়াত হোসেন সুইট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ফেডারেশনের শহর সহ-সভাপতি আমিনুল এহসান আমান, সদর গোলাম রব্বানী, আক্কেলপুর উপজেলার হারুনুর রশিদ, ক্ষেতলাল উপজেলার মোস্তফা জাকির ও কালাই উপজেলার মোন্তাহার হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement