২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে তানভীর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়া গাছ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তানভীর হোসেন ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তানভীর হোসেন বাড়ির পাশে তার বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়। এ সময় খেলার একপর্যায় মাঠের উত্তর পাশে থাকা পুকুরে তাদের মধ্যে দুই জন গোসল করতে নামে। পরে তাদের দেখে তানভীরও পুকুরে নামে গোসল করতে।

কিন্তু তানভীর সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে তারা সাথে সাথে তার পরিবারকে খবর দেয়। পরিবার ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুজির পর পুকুর থেকে তানভীরকে উদ্ধার করে। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাবে আনলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) আরমান আলী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়।


আরো সংবাদ



premium cement