গুলিবিদ্ধ ভ্যানচালককে দেখতে গেলেন জামায়াত নেতা আজম খান
- পীরগাছা (রংপুর) প্রতিনিধি
- ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া ভ্যানচালক ফারুক মিয়াকে দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খান।
শনিবার রাতে ফারুক মিয়ার গ্রামের বাড়ি মাহিগঞ্জের রাজু খাঁয় তাকে দেখতে যান জামায়াতের নেতারা। এ সময় আহত ফারুক মিয়ার চিকিৎসার খোঁজখবর নেয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা দেন রংপুর মহানগর আমির এটিএম আজম খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মাহিগঞ্জ থানার নায়েবে আমির শাহ মো: মোহসিন, অধ্যাপক নূর ইসলাম, মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা শাহজান প্রমুখ।
জানা গেছে, ফারুক মিয়া ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। আহত ছাত্রদেরকে হাসপাতালে নেয়ার কাজ করছিলেন তিনি। তখন যৌথবাহিনীর গুলি এসে তার নাভির নিচে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে তার শরীরে তিনবার অস্ত্রপাচার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা