২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে অন্ধত্বের পথে ক্রিকেটার সাকিব

ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে অন্ধত্বের পথে ক্রিকেটার সাকিব - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে সৈয়দপুরে পুলিশের ছোড়া গুলিতে বাম চোখ হারানোর আশঙ্কায় বাড়িতে শুয়ে ছটফট করছেন সৈয়দপুরের উদীয়মান বাহাতি অর্থডক্স স্পিনার সাকিব (২০)। চোখের রেটিনা ফেটে যাওয়ায় উন্নত চিকিৎসা জন্য অনেক অর্থের প্রয়োজন। এতে দুশ্চিন্তায় পড়েছেন তার বিধবা মাসহ পরিবারের সদস্যরা।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের শিক্ষার্থীরা ১৮ জুলাই দুপুরে শহরব্যাপী মিছিল ও পাঁচমাথা মোড় পুলিশ বক্সের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে সমন্বয়করা বক্তব্য দেয়ার সময় পুলিশ এলোপাথারি গুলি ছুড়ে। এতে মারাত্বকভাবে আহত হন রংপুর কারমাইকেল কলেজে অনার্সে ব্যাবস্থাপনা বিভাগে পড়ুয়া প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব।

তার মাথায় আটটি, বাম চোখে একটি ও নাকে একটি গুলি বিদ্ধ হয়। ওই মুহূর্তে তাকে নেয়া হয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আবারো রেফার্ড করা হয় বাংলাদেশ চক্ষু হাসপাতালে। সেখানে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জয় কুমার দাস অপারেশনে চোখের গুলি বের করতে সমর্থ হলেও চোখের রেটিনা ফেটে যাওয়ায় ভারতের চেন্নাইয়ে রেফার্ড করেন। তবে অর্থের অভাবে ভারতে যাওয়া হয়নি নীলফামারী জেলার প্রথম বিভাগের এ বাহাতি অর্থডক্স স্পিনারের। বর্তমানে চিকিৎসা ছাড়াই বাড়িতে চোখের যন্ত্রনায় ছটফট করছেন বাবা হারা এই শিক্ষার্থী।

এ নিয়ে শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে শহরের পৌর ১০ নম্বর ওয়ার্ডের কাজিপাড়াস্থ বাড়িতে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন ক্রিকেটার সাকিব। তার বাম চোখ ব্যান্ডেজে মোড়ানো। চোখে সানগ্লাস।

সাকিব জানায়, ওই দিন পুলিশের ছোড়া প্রথম গুলির শিকার আমি। এরপর অন্যরা। সে আরো জানায়, দেশের চিকিৎসা শেষ। মা ও ভাই ঋণ করে দেড় লাখ টাকার যোগান দিয়ে ঢাকায় চিকিৎসা করেছেন। এখন তো সব শেষ। চোখটিও ভাল হলো না। কিছুই দেখতে পারি না। আর হয়তো ক্রিকেট মাঠে বল হাতে ফিরতে পারব না। এমন কথায় হাউ-মাউ করে কাঁদতে লাগলেন।

জাতীয় ক্রিকেটার মুখতার সিদ্দিকীর সিটি ক্লাবের এই ক্রিকেটারের আইডল দেশী পোস্টারবয় সাকিব আল হাসান। প্রতিপক্ষের ব্যাটারদেরকে বহুবার মায়াবী ঘুর্ণি, কুইকার ও আর্মার ডেলিভারীতে বোকা বানিয়েছেন। তার এমন পারদর্শিতার দাপট এখন শুধুই স্মৃতি। মাঠে সুনাম কুড়ানো খেলোয়াড়টি আজ দেশকে বঞ্চনা মুক্ত করতে শরীরের অমূল্য অঙ্গ বাম চোখটি হারানোর আশঙ্কায় প্রহর গুনছেন।

সাকিবের ভাই সাজু হাসান জানান, অন্যের দোকানে শ্রমিকের কাজ করি। ওই মজুরি দিয়ে কোনো রকম পরিবারের ৮ সদস্য নিয়ে দিন যাপন করছি। এখন তার চিকিৎসার জন্য বিশাল অংকের টাকা কোথায় পাব? এমন পরিস্থিতিতে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে পুরো পরিবার।

মা আছিয়া খাতুন জানান, সে সবাইকে ফাকি দিয়ে আন্দোলনে গেছে। পরে জানতে পারি তার বা চোখে গুলি লেগেছে। এখন অনেক ঋণ করে চিকিৎসা করলাম। তাও সুস্থ হল না। এখন কী করব? এই কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। সন্তান সুস্থ করার জন্য দেশের ক্রীড়া বোর্ডসহ সকলের কাছে আর্থিক সহায়তা কামনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ক্রিকেটারের মা।

এটলাস কোম্পানির চেয়ারম্যান ও সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক হুমায়ুন কবির বলেন, সাকিবের চিকিৎসার জন্য সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি তার চিকিৎসার বিষয় নিয়ে ঢাকায় ক্রিকেট বোর্ডের উপদেষ্টাকে অবগত করা হবে।


আরো সংবাদ



premium cement
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৭ সাবেক প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচারকাজ বন্ধ ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত

সকল