তেঁতুলিয়া সীমান্তে ৯ বাংলাদেশীকে আটক
- তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
- ২৯ আগস্ট ২০২৪, ১৮:১৯
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দিনাজপুর থেকে আসা নয়জন বাংলাদেশী নাগরিককে বিজিবি আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন শুকানী বিওপির গোলপদিগছ নামক স্থানে সীমান্তের ৭৩৯/৪ এস পিলার-সংলগ্ন থেকে বিজিবির টহল দল তাদের আটক করে।
আটকরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামের রমেশ দাস (৩৮), আরতী দাস (৩৪), পল্লব দাস (১২), সুশিল দাস (৩৯), পাতলী রানী দাস (৩৫), সুবর্ণা দাস (১৪), প্রান্ত দাস (১০), পরিমল দাস (২৮) এবং তেঁতুলিয়া উপজেলার গোলাপদিগছ গ্রামের সাইদুল (হনু)। পরে বিজিবি আটককৃতদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় জানান, আটকদের মধ্যে নারী শিশু থাকায় বিজিবি সাধারণ ডায়েরিমূলে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পঞ্চগড় পুলিশ সুপার মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার তেঁতুলিয়া মহোদয়ের সিদ্ধান্তক্রমে তাদের পরিবারের বড় ভাই নরেন্দ্র দাসের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে হনু তেঁতুলিয়া মডেল থানার গরু চুরির পলাতক আসামি বলে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
নীলফারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ শুকানি ক্যাম্প কমান্ডার মোবাইলে বলেন, উপরোক্ত ব্যক্তিগণ সীমান্ত পয়েন্টে সন্দেহজনকভাবে ঘুরাঘুরিসহ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এ সময় জিজ্ঞাসাবাদে তাদের আটক করে সাধারণ জিডিমূলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা