ভারত পালিয়ে যাওয়ার সময় ৪ বাংলাদেশী আটক
- জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
- ২৬ আগস্ট ২০২৪, ১৯:৩৯
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দানাজপুর সীমান্ত ফাঁড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চার বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ সোমবার বিকেলে দানাজপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। একইসাথে তাদের সাথে থাকা তিনটি মোটরসাইকেলসহ দু’টি মোবাইল উদ্ধার করা হয়।
আটকরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার রুহিগাও গ্রামের নগেন্দ্র রায়ের ছেলে হরিদাস চন্দ্র রায়, একই উপজেলার কুরিয়াল পুর গ্রামের দিলীপ রায়ের ছেলে পান চন্দ্র রায় এবং পীরগঞ্জ উপজেলার বেলসুয়া গ্রামের হরমোন রায়ের ছেলে শুভ রায় ও দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন চন্দ্র রায়।
দানাজপুর ক্যাম্পের হাবিলদার রেজাউল হাসান জামান, বেশ কিছু মানুষ ভারত প্রবেশের চেষ্টাকালে বিজিবি তাদের ধাওয়া করে। এদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হবে।
এ বিষয়ে ৯ নম্বর সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, শুনেছি চারজনকে আটক করেছে বিজিবি। আমার ইউনিয়নের নাকি দু’টি ছেলেও আটক হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা