‘হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে’
- ঠাকুরগাঁও প্রতিনিধি
- ২৫ আগস্ট ২০২৪, ২৩:২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ দেলাওয়ার হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি যেমন আপনার বাবার খুনের অভিযোগে বিদেশ থেকে অভিযুক্তদের ধরে এনে বাংলাদেশে ফাঁসি কার্যকর করেছেন, ঠিক তেমনিভাবে এদেশের হাজার হাজার মানুষকে হত্যার দায়ে, পঙ্গু করার দায়ে গুম করার অপরাধে আপনার বিচার করা হবে। বিশ্বের যে দেশেই যান না কেন সেখান থেকে ধরে এনে জনতা আপনার বিচার করবে। আপনার তৈরি করা ট্রাইব্যালেই আপনার ফাঁসি কার্যকর করবে এদেশের নির্যাতিত মানুষ।’
রোববার (২৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার দানারহাট ঈদগাঁ মাঠে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ভারতের অন্যায়ভাবে বাঁধ ছেড়ে দিয়ে বন্যা সৃষ্টির নিন্দা জানিয়ে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান।
মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, ‘পদত্যাগ করে পালিয়ে গিয়েও ষড়যন্ত্র থেমে নেই স্বৈরশাসক হাসিনার। ২০০৬ সালে ২৮ অক্টোবর লগি-বইঠার তাণ্ডব, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালে হেফাজত কর্মীদের ওপর বর্বরতা, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি করে হাজারো নিরিহ ছাত্র-জনতাকে গণহত্যা করেছে, হাজার মানুষকে আহত করেছে- এর বিচার হবে। জামায়াত নেতাদের মিথ্যা মামলায় শাহাদাত বরণ করিয়েছেন।’
শেখ হাসিনা যেখানেই থাকুক, বাংলাদেশ এনে তার বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন এ নেতা।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যত গুম, খুন, জেল জুলুম করেছে, তার সবকিছুর বিচার বাংলার মাটিতে হবে। ১৯৭১ পাকিস্তানের কাছে আমরা স্বাধীন হয়েছিলাম, ২০২৪-এসে দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী হাসিনার কবল থেকে দেশ আবার স্বাধীন হলো। এই স্বাধীননতার সকল সৈনিককে আমি অভিবাদন জানাই, এ জাতি তাদের নিকট কৃতজ্ঞ। স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে হবে।’
সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ।
সদর উপজেলা আমির মাওলানা সোলাইমান হোসাইনের সভাপতিত্বে ও সদর সহকারী সেক্রেটারি আদিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্য নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশে জেলা-উপজেলার জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা