২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনাজপুরে সাবেক হুইপ ইকবাল ও তার ভাই সাবেক বিচারপতি ইনায়েতের বিরূদ্ধে হত্যা মামলা

ইকবালুর রহিম ও তার বড় ভাই ইনায়েতুর রহিম - ছবি : সংগৃহীত

দিনাজপুরে জাতীয় সংসদের সাবেক হুইপ ও দিনাজপুর-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার বড় ভাই সম্প্রতি আপিল বিভাগ থেকে পদত্যাগ করা বিচারপতি ইনায়েতুর রহিমসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরূদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দিনাজপুর উপশহর এলাকার বাসিন্দা মো: রুহান হোসেন দিনাজপুর কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদি তার অভিযোগে উল্লেখ করেন, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট দুপুরে দিনাজপুর জিলা স্কুলের সামনে পাকা রাস্তা দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে। এ সময় উল্লেখিত আসামীদের প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানিতে এবং তাদের নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের যেকোনো মূল্যে আন্দোলন পণ্ড করার জন্য যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী এবং অনুসারী সন্ত্রাসীদের আন্দোলন দমন করার জন্য হুকুম দেয়। তারা প্রকাশ্যে অস্ত্রসহ শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহত ও জখম হয়।

পরে সংঘর্ষ শুরু হলে রাহুল ইসলাম আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আবার তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং ১১ আগস্ট বিকেলে তিনি মারা যান।

নিহত রাহুল ইসলাম (১৮) দিনাজপুর সদর উপজেলার বিদরমসাই গ্রামের বাসিন্দা এবং রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন- দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক হুইপের সাবেক এপিএস বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাবেক হুইপের ডান হাত খ্যাত শাহ আলম সিআইপি, সাবেক পৌর কাউন্সিলর মো: রমজান, যুবলীগ ক্যাডার সিরাজুল সালেকীন রানা ওরফে পিস্তল রানা, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও হাবিপ্রবি’র জোড়া খুনের আসামী আবু ইবনে রজব, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, পৌর কাউন্সিলর জুলফিকার আলী স্বপনের ছেলে মো: হারুনুর রশিদ রায়হান, ৪ নম্বর শেখপুরা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল