২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আন্দোলনে নিহত সাজুর পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

আন্দোলনে নিহত সাজুর পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা - ছবি : নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে নিহত সাজু মিয়ার পরিবারকে এক লাখ ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে জামায়াতে ইসলামী।

রোববার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মিরপাড়া গ্রামে নিহত সাজু মিয়ার পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়‌।

পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন নিহত সাজুর স্ত্রীর হাতে নগদ এক লাখ টাকা এবং তার বাবার হাতে ২০ হাজার টাকা তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন ও নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজু মিয়া গাজীপুরে একটি টেক্সটাইল মিলে চাকরি করে পরিবারের খরচ চালাতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গাজীপুরের মাওনা হতে একটি মিছিল বের হয়। সেই মিছিলে বন্ধুদের সাথে নিয়ে যোগ দিয়েছিলেন সাজু মিয়া। মাওনা থেকে ছাত্রজনতা মিছিলটি নিয়ে গণভবনের দিকে রওনা হয়। ওই সময় ময়মনসিংহ থেকে সাতটি পিকআপে করে বিজিবি ও পুলিশ এসে গুলি করতে থাকে। এ সময় পুলিশের গুলি দুই দফা সাজুর পিঠে লাগে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ আগস্ট রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজু।


আরো সংবাদ



premium cement