২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিশোরগঞ্জে নিহত নাঈমের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

কিশোরগঞ্জে নিহত নাঈমের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা - ছবি : নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের নিহত গার্মেন্টস কর্মী রিয়াজুল ইসলাম নাঈমের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসা প্রদানের জন্য উদ্যোগ হাতে নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর বিভাগের পরিচালক মাওলানা আব্দুল হালিম শহীদ নাঈমের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন। কেন্দ্রীয় নেতার আগমণে জামায়াতের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ও এলাকাবাসী আগেই শহীদ নাঈমের বাড়ির সামনে অবস্থান করে। জামায়াত নেতা কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের আমির আব্দুর রশীদ, নায়েবে আমীর মাওলানা আব্দুস সাত্তার, ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডাশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েলসহ উপজেলা জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, আজ বাংলাদেশের মানুষ একটি নতুন স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগকে মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে। আওয়ামী লীগ নিজের অপকর্ম ঢাকতে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের শহীদ করে দিয়েছে। তারা বিশ্ববরেণ্য মুফাস্সির আল্লামা দেলোওয়ার হোসাইন সাঈদীকে অন্যায়ভাবে কারাগারে রেখে শহীদ করে দিয়েছে। আল্লামা সাঈদীর সাহেব যা বলেছিলেন তা আজ অক্ষরে অক্ষরে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেছিলেন, ‘বেশী লাফালাফি করবেন না-এদেশের মানুষ আপনাদের গোড়ায় এমনভাবে ঝাঁকি দিবে! মামু বাড়ি দিল্লীতে গিয়ে পড়বেন। তিনি বলেন, সাঈদী সাহেব বলেছিলেন আওয়ামী লীগ পালাবার জন্য ইদুরের গর্তও খুঁজে পাবে না।’ আজ তার প্রতিটি কথা বাস্তবে রূপ নিয়েছে।

মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াত প্রতি হিংসার রাজনীতি করে না, জামায়াত সাম্য ও ন্যায়ের পথে থেকে মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে। পরে নাঈমের মামার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকায় নিহত হয়েছেন রিয়াজুল ইসলাম নাঈম।


আরো সংবাদ



premium cement