চুয়াডাঙ্গা সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় রূপা জব্দ
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ১৭ আগস্ট ২০২৪, ১৬:৫৪
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকার মূল্যের ১৬ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করেছে বিজিবি।
শনিবার দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,‘আজ ১৭ আগস্ট শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রূপার একটি চালান প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে সীমান্তের ঠাকুরপুর ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মো: শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঠাকুরপুর কদমতলা বাজারে অবস্থান নেয়। এ সময় কদমতলা এলাকার সীমান্তের শুন্য লাইনের ৮৯ মেইন পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে দেড় কিলোমিটার এর মধ্যে রাস্তা দিয়ে কার্পাসডাঙ্গার দিকে অজ্ঞাত একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে যেতে দেখলে বিজিবি টহলদল তাকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। মোটরসাইকেলটি জব্দ করে মোটরসাইকেলের বামপার্শ্বে ক্যারিয়ার হুকের সাথে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগের ভেতর হতে ১৬ কেজি ৩০০ গ্রাম (১৩৯৭.৪৬ ভরি) ওজনের ভারতীয় চান্দি রূপা জব্দ করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
এ ব্যাপারে দর্শনা থানায় মামলা করে জব্দকৃত রূপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা