২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নীলফামারীতে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

নীলফামারীতে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন - প্রতীকী ছবি

নীলফামারীতে ১২ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের দায়ে জাবেদ আলী (৬০) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো: গোলাম সারোয়ার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জাবেদ আলী সদর উপজেলার সুটিপাড়া বকসিপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই শিশু সুটিপাড়ার তার খালুর মুদি দোকানে অবস্থান করছিল। ওই সময় দোকানের আশপাশে কেউ না থাকায় আসামি জাবেদ আলী শিশুটিকে সাইকেল কিনে দেয়ার কথা বলে ফুঁসলিয়ে অপহরণ করে তার বকসিপাড়ার বাড়িতে নিয়ে যান। সেখানে ধারাল অস্ত্রের মুখে ওই শিশুকে ধর্ষণ করেন। ওই সময় শিশুটি তার ঘর থেকে পালিয়ে বের হয়ে বাইরে চিৎকার করলে স্থানীয়রা জাবেদ আলীকে আটক পুলিশে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি রমেন্দ্রনাথ বর্ধণ বাপ্পী বলেন, এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।


আরো সংবাদ



premium cement