২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

লালমনিরহাটে আরেক শহীদকে জামায়াতের অর্থ সহায়তা

লালমনিরহাটে আরেক শহীদকে জামায়াতের অর্থ সহায়তা - ছবি : নয়া দিগন্ত

ঢাকায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ মিরাজের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে জামায়াত।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে তার পরিবারকে এ অর্থ সহায়তা করা হয়। এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।

জানা যায়, জেলার আদিতমারীর উপজেলার পাটগ্রাম উপজেলায় গত ৪ আগস্ট শ্রীরামপুর ইউনিয়ানের আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছুরির আঘাতে আহত হন মো: নুরুজামান।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মরহুম অফিয়ার রহমানের ছেলে। লালমনিরহাট জেলা জামায়াতের পক্ষ থেকে তার পরিবারকে নগদ একলাখ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির অধ্যাপক আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম শহীদের পরিবারের সাথে সাক্ষাত করেন। সেখানে মধ্যে উপস্থিত ছিলেন, পাটগ্রাম-হাতীবান্ধা লালমনিরহাট-১ আসনের জামায়েত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মো: আনোয়ারুল ইসলাম রাজু, উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি শোয়ায়েব আহমেদ, কর্মপরিষদ সদস্য কাজী একরামুল হক। পৌর আমির মাসুদ আলম ও অন্য নেতৃবৃন্দ।

ছাত্র বৈষম্য বিরোধীআন্দোলনে নিহত শহীদ নুরুজ্জামানের পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদেরকে পরিবারের খোঁজখবর রাখার আশ্বাস জামাতে নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement