২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবু সাঈদ হত্যাকাণ্ড : রংপুরে কমিশনার ও ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

মো: মনিরুজ্জামান ও মো: আবদুল বাতেন - ছবি : নয়া দিগন্ত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো: আব্দুল বাতেনকে জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অবসরের বিষয়টি জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

রংপুর মহানগর এলাকায় সঙ্ঘাত-সংঘর্ষে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সরকারি হিসেবে আবু সাঈদসহ ১০ জন নিহত হন। আবু সাঈদ হত্যাকাণ্ডের এফআইআর এবং একাদশ শ্রেণী এক শিক্ষার্থীসহ অসংখ্য কিশোরকে আসামি করায় বিতর্কের মুখে পড়েছিল পুলিশ।


আরো সংবাদ



premium cement