২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অবৈধ পাথর উত্তোলনের গর্তে ডুবে শ্রমিক নিখোঁজ

অবৈধ পাথর উত্তোলনের গর্তে ডুবে শ্রমিক নিখোঁজ - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বোমা মেশিনে পাথর উত্তোলনের সময় গর্তে ডুবে বিষাদু মিয়া (৩৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর (২ নম্বর ওয়ার্ড) বুলু মাস্টারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বিষাদু মিয়া ওই ইউনিয়নের বাসিন্দা মরহুম আফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে ভুগর্ভস্থ পাথর উত্তোলন করে ব্যবসা করছেন একটি চক্র। প্রতিদিনের মতো সকালে উপজেলার শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়নের ধরলা নদীতে শতাধিক অবৈধ বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছে একটি চক্র। এ সময় অসাবধনতায় কাজ করতে গিয়ে গর্তে পড়ে ডুবে যান শ্রমিক বিষাদু মিয়া।

পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়রা পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা তিন ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করলেও নিখোঁজ বিষাদু মিয়ার সন্ধান পায়নি।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, স্থানীয়দের অনেক খোঁজাখুঁজি করার পরেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ বিষাদুর খোঁজে ফায়ার সার্ভিস কাজ করছে।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা মফিদার রহমান জানান, রংপুর ডুবরি দলকে খবর দেয়া হয়েছে। ওনারা এলে আবারো সেখানে খোঁজা হবে।


আরো সংবাদ



premium cement