ভূরুঙ্গামারীতে গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা
- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ১২ আগস্ট ২০২৪, ১১:৩৫
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা নয় কেজি গাঁজা উদ্ধার করে থানায় দিয়েছে।
রোববার রাতে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী বটতলা এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
শিক্ষার্থীরা জানায়, রোববার সন্ধ্যার পর জয়মনিরহাটের ছোটখাটামারী ব্রিজের রাস্তা দিয়ে এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা ওই ব্যক্তির পথরোধের চেষ্টা করে। এ সময় ওই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যান। বস্তা খুলে দেখা যায় ভেতরে সবজির সাথে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের সহযোগিতায় গাঁজাগুলো থানায় নেয়া হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘শিক্ষার্থীরা নয় কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় জমা দিয়েছে।’
মাদক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা