২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সুমনের পরিবারকে জমায়াতের সহায়তা

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সুমনের পরিবারকে জমায়াতের সহায়তা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শহীদ সুমন পাটয়ারীর (২০) পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।

শনিবার (১০ আগস্ট) সুমন নিহতের খবর দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত হলে এবং সে খবর বাংলাদেশ জামায়াতে ইসলামির ডঃ শফিকুর রহমানের নজরে এলে তিনি শহীদ সুমনের পরিবারের জন‍্য নগদ এক লাখ টাকা বরাদ্দ করেন।

পরে শনিবার বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান এক লাখ টাকা নিহত সুমন পাটয়ারীর বাবার হাতে তুলে দেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাবউদ্দিন মোল্লা, উপজেলা আমির প্রভাষক রাশেদুল হক, সাবেক উপজেলা আমির লুৎফর রহমান, জেলা ওলামা বিভাগের সম্পাদক মাওলানা সাজেদুর রহমান, জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আফছার আলী প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেল ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে শহীদ হন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের দক্ষিণপাড়ার মো: ওমর ফারুকের ছেলে সুমন পাটয়ারী (২০)।


আরো সংবাদ



premium cement