২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভূরুঙ্গামারীতে মাপে কম দেয়ায় ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা

ভূরুঙ্গামারীতে মাপে কম দেয়ায় ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা - নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জ্বালানি তেল মাপে কম দেয়ায় মেসার্স সাহা ফিলিং স্টেশন সাময়িক বন্ধ করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোটর সাইকেলে জ্বালানি তেল ভরতে কয়েক ব্যক্তি সাহা ফিলিং স্টেশনে যান। এ সময় জ্বালানি তেল মাপে কম দেয়া হচ্ছে মনে হলে তারা বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের জানান।

খবর পেয়ে শিক্ষার্থীরা ফিলিং স্টেশনে গিয়ে মাপে কম দেয়ার বিষয়টি যাচাই করে। এতে দেখা যায়, ২ লিটার ২৫ মিলি লিটার জ্বালানি তেলে ১৩ টাকা ৫৬ পয়সার তেল কম দেয়া হচ্ছে।

এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলেন। এই প্রতিবেদন লেখার সময় শনিবার সকাল ১০টায় ফিলিং স্টেশন বন্ধ ছিল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, মাপে কম দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে।

মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী জানান, জ্বালানি তেলের মজুদ শেষ হওয়ার পর্যায়ে রয়েছে। এমতাবস্থায় তেলের স্তর নিচে নেমে যায়। এতে পরিমাপে সামান্য তারতম্য হয়। শিক্ষার্থীরা পাম্প বন্ধ রাখতে বলেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাপে কম দেয়ার অভিযোগে মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করেছিল।


আরো সংবাদ



premium cement
বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১০৭৯ পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত ব্যবসায়ী জালাল উদ্দীন হত্যা : শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে মামলা ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ঢাকা-নড়াইল-খুলনা রুটে নারায়ণগঞ্জে ১৬ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার গলাচিপায় জালে ধরা পড়ল ২০০ বছরের জলপাইরঙ্গা কাছিম আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন পান্ত

সকল