২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাবিপ্রবির ভিসি-রেজিস্ট্রারসহ পদত্যাগ ৪

ভিসি, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা - ছবি : নয়া দিগন্ত

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের দাবীর মুখে তারা পদত্যাগ করলেন বলে জানা গেছে।

শুক্রবার (৯ আগস্ট) সকালে তারা পদত্যাগ করেন বলে জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো: মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মাহবুব হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো: সাইফুর রহমান শুক্রবার সকালে তারা পদত্যাগ করেন।

এর আগে, বৃহস্পতিবার উল্লিখিত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা ভিসিসহ অন্যদের অফিসের নামফলকসহ প্রশাসনিক ভবনে ভিসির ছবিযুক্ত নিউজ বোর্ডের সব ছবি ছিড়ে ফেলেন।

বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, শেখ হাসিনা সরকার পতনের পর ভিসি, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ কোনো দফতরের পরিচালক অফিসে আসেননি। তারা সকলেই পতন হওয়া সরকারের দোসর। এখন তাদের এখানে কাজ করার কোনো অধিকার নেই।


আরো সংবাদ



premium cement