২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাইবান্ধায় কোটা আন্দোলনে গ্রেফতার ১৪৩ জনের মুক্তি

গাইবান্ধায় কোটা আন্দোলনে গ্রেফতার ১৪৩ জনের মুক্তি - ছবি : নয়া দিগন্ত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গ্রেফতার ১৪৩ বিএনপি-জামায়াতসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিপ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বিভিন্ন আদালত তাদের জামিন দেন।

বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, জামায়াত-বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ১৪৩ জনকে আদালত জামিন দিয়েছেন।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করে যারা অকারণে নির্যাতনের শিকার হয়েছেন, কারাবন্দী হয়েছেন আজ তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করা হয়েছে। যারা হাসিনার দ্বারা নির্যাতিত ও গ্রেফতার হয়েছেন, তাদের কৃতজ্ঞতা ও সংগ্রামী সালাম জানাই।’

তিনি বলেন, ‘আমাদের বিজয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে। অর্থাৎ স্বেরাচার দেশ থেকে বিতারিত হয়েছে। আমাদের সংগ্রামের দ্বিতীয় পর্যায় হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের বাকস্বাধীনতা, অধিকার এবং মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা।’


আরো সংবাদ



premium cement