২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের ৬০ জনের মুক্তি

রংপুরে শিক্ষার্থী, বিএনপি ও জামায়াতের ৬০ জনের মুক্তি - ছবি : নয়া দিগন্ত

রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ২২ মামলায় গ্রেফতার প্রায় ৩০০ জনকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে নির্বাহী আদেশে ৬০ জনের মুক্তির আদেশ হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে ৪টা ৪০ মিনিট পর্যন্ত রংপুর কারাগার থেকে ৩৬ জন মুক্ত হয়েছেন বলে জানান রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া হোসেন।

তিনি জানান, এর মধ্যে সঙ্গীতশিল্পী হৃদয় জে জে, রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ শিক্ষার্থী, বিএনপি জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইনজীবী ও সাধারণ মানুষ। কারাগারের সামনে ভিড় জমিয়েছেন শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিএনপি ও জামায়াত ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্বজনরা।

রংপুর আদালকের জিআরও হাফিজ উদ্দিন জানান, বিকেল ৪টা পর্যন্ত বিশেষ আদেশে ৬০ জনের মুক্তির আদেশ দেন বিচারক। এদের সবার বিরুদ্ধে তিন থেকে চারটি করে মামলা দেয় পুলিশ। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২২টি মামলায় রংপুর জেলা ও মহানগরীতে তিন শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়।


আরো সংবাদ



premium cement