অসহযোগ আন্দোলন : মিঠাপুকুরে মহাসড়কে ছাত্র-ছাত্রী ও অবিভাবকরা
- শাহীন মন্ডল, মিঠাপুকুর রংপুর
- ০৪ আগস্ট ২০২৪, ১৭:৩১
এক দফা দাবিতে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলছে রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানে। এক দফা দাবি আদায়ে রাস্তায় নেমেছে ছাত্র-ছাত্রী, অবিভাবকরাসহ জনসাধারণ।
রোববার (৪ আগস্ট) সকাল থেকেই রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলা পরিষদ, ওভারপাস ও থানার সামনে বিক্ষোভ করেন তারা। সাবেক এমপি আশিকুর রহমানের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ ইউনওর বাসভবন, উপজেলা নির্বাচন অফিস, আনসার ভিডিপি অফিস, বেগম রোকেয়ার অডিটরিয়াম, আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম টিটুলের বাসভবনসহ বিভিন্ন সরকারি অফিস, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চদ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।
মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিক্ষোভকারীরা থানায় ইটপাটকেল নিক্ষেপসহ গেইট ভাঙচুর করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে পরিস্থিতিতে বিরাজ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা