২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চিরিরবন্দরে ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ

চিরিরবন্দরে ছাত্র-জনতার বিক্ষোভ-সমাবেশ - নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির কর্মসূচিতে সাড়া দিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে সমবেত হয়েছেন শিক্ষার্থীসহ অভিভাবকেরা।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টায় রানীরবন্দরে ও আমবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অভিভাবক ও সাধারণ জনতার আয়োজনে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক খুন, গুম, হত্যার প্রতিবাদে এবং অসযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

এ সময় শিক্ষার্থী-জনতা ইছামতি ডিগ্রি কলেজ থেকে বের হয়ে উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নেন তারা। তারা বিভিন্ন শ্লোগান দেন। এ সময় আমবাড়ীতে মুশফিকুর রহমান, রাবি পরিসংখ‍্যান বিভাগের ছাত্র আঘাত প্রাপ্ত হন।

শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্রসমাজসহ সারা বাংলাদেশ আজ একত্রিত হয়েছে এবং সারাদেশ আজ ফুঁসে উঠেছে। দাবির প্রতি আমরা অটুট থাকবো। এই আন্দোলনকে সফল করেই আমরা ঘরে ফিরবো। আমাদের ভাই-বোনদের নির্বিচারে গুলি করা হয়েছে। এসব হত্যার বিচার তিনি করেননি, বরং পুলিশ গুলি করেনি বলে দাবি করা হয়েছে। এ সরকারের পদত্যাগের বিকল্প নেই।


আরো সংবাদ



premium cement