আজ রংপুর আসবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন
- সরকার মাজহারুল মান্নান, রংপুর
- ০৪ আগস্ট ২০২৪, ১১:১৪, আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১২:৫৫
চলমান কোটাবিরোধী আন্দোলনে হতাহতদের জন্য সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন আজ রোববার (৪ আগস্ট) রংপুরে আসবে। রংপুর থেকেই তদন্তের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রংপুরের ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, বেলা ১১টায় বিমানযোগে সৈয়দপুর হয়ে তদন্ত কমিশনের সংশ্লিষ্টরা রংপুর আসবেন।
হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে কমিশনের অন্য দুই সদস্য হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এ তিনজনসহ দাফতরিক কাজের সংশ্লিষ্ট সবাই উঠবেন রংপুর সার্কিট হাউজে।
আজ রোববার কমিশন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের বিষয়টি তদন্ত করবে। প্রথমে সার্কিট হাউজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ঘটনা শোনা ছাড়াও ঘটনাস্থল ক্যাম্পাসের এক নম্বর গেট ও পাশের এলাকা পরিদর্শন করবে।
সোমবার (৫ আগস্ট) নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো: মানিক মিয়া এবং মঙ্গলবার (৬ আগস্ট) নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্যগ্রহণ করতে ঘটনাস্থলে যাবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
বিচার বিভাগীয় তদন্ত কমিশন আসা এবং তাদের কাছে স্বাক্ষ্য দেয়ার জন্য এরই মধ্যে নগরীতে মাইকে প্রচার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা