২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সৈয়দপুরে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন, আটকদের মুক্তি দাবি

সৈয়দপুরে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন, আটকদের মুক্তি দাবি - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। এতে আটকদের মুক্তি দাবি করা হয়।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় স্মৃতিসৌধে এর আয়োজন করা হয়।

এতে শিক্ষার্থীরাসহ অভিভাবক ও সাধারণ জনতা অংশ গ্রহণ করে। এ সময় ছাত্রদের পক্ষ থেকে সৈয়দপুরে পুলিশি হয়রানি বন্ধ ও এ পর্যন্ত আটক ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি তুলে ধরে বক্তব্য রাখেন ছাত্র নেতৃবৃন্দ।

কোটা সংস্কার আন্দোলনের শেষ পর্যায়ে গত ১৮ জুলাই সৈয়দপুরেও শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘাত হয়। এতে শত শত ছাত্র, অভিভাবক, পথচারী ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়।

গুরুতর আহত হয়ে অনেকে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। কেউ কেউ দুই চোখেরই দৃষ্টি শক্তি হারিয়েছেন। এরপর থেকে ব্যাপক ধরপাকড় শুরু হয় এবং আটকদের বিভিন্ন মামলায় কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement