ছিনতাই হওয়ার ১৬ দিন পর উদ্ধার হলো পুলিশের পিস্তল ও গুলি
- নীলফামারী প্রতিনিধি
- ০৩ আগস্ট ২০২৪, ১৮:২৪
নীলফামারীর সৈয়দপুরে ছিনতাই হওয়ার ১৬ দিন পর ছয় রাউন্ড গুলিসহ চায়না ৭ দশমিক ৬২ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) দুপুরে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোকবুল হোসেন। এর আগে শুক্রবার রাতে সৈয়দপুর শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকার একটি ঝোঁপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক রেজাউল হককে আহত করে তার কাছে থাকা সরকারী চায়না ৭ দশমিক ৬২ এমএম পিস্তলটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার পর থেকে সাড়াষি অভিযানের একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলমমের নেতৃত্বে একটি টিম ছিনিয়ে নেয়া পিস্তলটি গুলিসহ উদ্ধার করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, কোটা আন্দোলনের নামে ১৮ জুলাই সৈয়দপুরে পুলিশ বক্স ভাংচুর ও অগ্নিসংযোগ, তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এ সময় বিক্ষোভকারীদের হামলায় অন্তত ২৫ জন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে এবং সরকারী স্থাপনা রক্ষায় পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে।
সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, সরকারি কাজে বাঁধাদানের অভিযোগ এনে তিনটি মামলা করা হয় সৈয়দপুর থানায়।
পুলিশ সুপার মোকবুল হোসেন জানান, ঘটনার দিন রংপুর আরআরএফের উপ-সহকারী পুলিশ পরিদর্শক রেজাউল হক দায়িত্ব পালন করছিলেন। তাকে আক্রমণ করে ছয় রাউন্ড গুলিসহ পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা