ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা
- ঠাকুরগাঁও প্রতিনিধি
- ৩১ জুলাই ২০২৪, ১৯:০৬
দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা শহরের আর্ট গ্যালারিতে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অপরাজেয়-৭১ এ জড়ো হয়। পরে সেখান থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির মিছিল নিয়ে শহরের চৌরাস্তা অভিমুখে রওয়ানা হলে আর্ট গ্যালারি মোড়ে পুলিশ র্যারিকেড দেয়।
ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে অগ্রসর হয়ে আদালতের দিকে যেতে চাইলে পৌরসভার কার্যালয়ের গেটের সামনে পুলিশ তাদের আবারো আটকে দেয়। একপর্যায়ে বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা সেখানে বসে এবং বিক্ষোভ করে। এ সময় গুম-গ্রেফতার সমন্বয়ক ও শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, দমন-পীড়ন বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং ছাত্র-জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় দেড় ঘণ্টার বিক্ষোভের পর পুলিশ তাদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন নারী শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আন্দোলনকারী আহত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা