২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮

- ছবি : প্রতীকী

রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগে ২২ মামলায় আরো নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১৩ দিনে গ্রেফতার হলো ২৫৮ জন।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রশিদসহ আটজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মহানগরীতে ২০০ জনকে গ্রেফতার করা হলো।

অন্যদিকে, জেলা ‍পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে বদরগঞ্জ থেকে একজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেফতার করা হলো ৫৮ জনকে। মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৫৮।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান জানান, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না।


আরো সংবাদ



premium cement