গাইবান্ধায় তিস্তা নদীতে সিমেন্ট ব্লক ফেলতে গিয়ে নৌকা ডুবে ৩ শ্রমিক নিখোঁজ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুলাই ২০২৪, ১৩:৪৩
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভাঙন রোধে সিমেন্টের ব্লক ফেলার সময় নৌকা উল্টে তিন শ্রমিক নিখোঁজ হয়েছে। এ সময় আহত হয়েছেন ১১ শ্রমিক।
শনিবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার-সংলগ্ন তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজের ২০ ঘণ্টা পরেও আতোয়ার, রাজু ও রশিদ নামের ওই তিন শ্রমিকের লাশ খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম জানান, আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ তিনজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো: হাফিজুল হক জানান, সুন্দরগঞ্জের শ্রীপুরে তিস্তা নদীর ভাঙন রোধে ব্লক ফেলার কাজ চলছিল। প্রায় ৩০ জন শ্রমিক ব্লকবোঝাই নৌকায় কাজ করছিল। ভারসাম্য রক্ষা করতে না পেরে নৌকাটি নদীতে ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা