০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘জড়িতদের সবাইকে শনাক্ত না করা পর্যন্ত আইনশৃঙখলা বাহিনীর অভিযান চলবে’

- ছবি : নয়া দিগন্ত

অগ্নিসন্ত্রাস, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িতদের সবাইকে শনাক্ত না করা পর্যন্ত আইনশৃঙখলা বাহিনীর অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আইনশৃঙখলাবাহিনী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে, ১২টায় হেলিকপ্টার যোগে নগরীর সিও বাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে পৌছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তার সাথে ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় এমপিসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং আইনশৃঙখলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সার্কিট হাউজে গার্ড অব অনার নিয়ে তিনি দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া তাজহাট থানা, রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসির বাংলো, মহানগর ডিবি অপরাধ কার্যালয়, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়, পরিবার পরিকল্পনা ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি স্তম্ভিত হয়ে যান।

মতবিনিময় সভায় রংপুরের ঘটনায় আওয়ামী লীগ নেতারা জাতীয় পার্টি ও মেয়র জড়িত বলে দাবি করে হৈচৈ শুরু করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা হৈচৈ করবেন, নাকি অন্য কিছু করবেন। আমাকে কথা বলতে দিবেন নামি হৈচৈ করবেন। হৈচৈ করছেন কেন। আপনারা তো এমনিতে ফেইল। আপনারা তো ফেল করেছেন, তারপরেও এতো হৈচৈ কেন? শোনেন শোনেন। সব ঠিক আছে, আপনারা নেতারা বসে ছিলেন কেন। আপনারা নেতারা কোমড়ে হাত গুটিয়ে বসে রইছিলেন কেন। ভাইয়া, আমি যেটা বলছি শোনেন। ধৈয্য ধরেন। আপনারা যেটা করার কথা ছিল সেটা করেননি। সে জায়গায় আপনারা ফেইল করেছেন। শুধু আপনারাই নয়, আমরাও ফেইল করেছি। আমরা ফেইল করেছি। ওনি (মেয়র) তো একা সবকিছু করতে পারেন নাই। আমরা সবাই মিলে সবকিছু করতে পারলে উনি কিছু করতে পারতেন। আমরা ফেল করেছি। কাজেই এই প্রসঙ্গ তুলে আর লাভ নাই।’

এরপর তিনি আইন হাতে তুলে না নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের তথ্য উপাথ্য দিয়ে আইনশৃঙখলাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, নাছিমা জামান ববি এমপি, মহানগর পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান।

এ সময় ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসান রংপুরে সংঘর্ষে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটের ঘটনা ও ক্ষয়ক্ষতির প্রামাণ্য চিত্র পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশে নৈরাজ্যের বিভিন্ন তথ্য উপাথ্য এবং এর সাথে বিএনপি জামায়াত, উগ্রবাদীরা জড়িত উল্লেখ করে তা প্রতিরোধে আইনশৃখলাবাহিনীর সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘এ দেশের পুলিশ বিজিবি আনসার সবাই ঘুরে দাঁড়িয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল এমন অবস্থা হয়ে গিয়েছিল। তবে তারা তাদের দায়িত্ব সরে দাড়ায়নি। তারা বীরের জাতি মুক্তিযুদ্ধের সময় তারা দেশকে যেভাবে স্বাধীন করেছিল, উগ্রবাদীর উত্থানের সময় তারা যেভাবে কাজ করেছিল একত্রে। ঠিক সেভাবে আজ দেশপ্রেমিক আমাদের নিরাপত্তাবাহিনী কাজ করছিল। তখন আমরা দেখলাম এদের ভয়ঙ্কর থাবা আরো বিস্তৃত লাভ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেশে সেনাবাহিনীও পাশে দাঁড়িয়েছি। উদ্দেশ্য একটাই এই ধ্বংসের থেকে ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে।’

কাউকেই ছাড় দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাশকতাকারীরা যেই যেখানে থাকবে, আমরা তাকে ধরব। সরকারি সম্পদ বিনষ্ট হয়েছে, আমরা কাউকে ছাড় দেব না। সবটা আমরা আইডেন্টিফাই করছি এবং করবো। যেই পর্যন্ত আমরা সবাইকে শনাক্ত না করব, সেই পর্যন্ত আমাদের পুলিশি অভিযান, র‌্যাবের অভিযান, বিজিবি আনসারের অভিযান পাশে সেনাবাহিনী থাকবে, চলছে। আমরা এই কথা স্পষ্ট করে বলে দিতে চাই।’

নিজের বক্তব্যের সময় দর্শক গ্যালারি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার সাথে সিটি মেয়রের সহায়তার অভিযোগ তুলে বিচারের দাবিতে হৈচৈ শুরু করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘জাতীয় পার্টি, কে কি হইছে সব আমরা বাহির করবো। আপনারা শুধু ধৈর্য ধরেন। আপনাদের কাজটা আপনারা করেন। আপনারা যে যেখানে পারেন আমাদের ইনফরমেশন দেন। এটা প্রশাসনের কাজ। প্রশাসনের কাজ প্রশাসন করবে। আপনারা কখনো নিজের হাতে আইন তুলে নিবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা যার নামে আজকে বলছেন, তার নামে যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে। সেগুলো আমাদের প্রশাসনকে জানাবেন। আমাদের টিপু ভাই আছে, নেতারা আছে তাদের সাথে কথা বলবেন।’

জাতীয় পার্টিও জড়িত থাকার বিষয়ে নেতাকর্মীদের দাবি ও হৈচৈ প্রসঙ্গে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সেটা মাননীয় প্রধানমন্ত্রী করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলগুলো পরিদর্শন করছি। আপনারা হৈ চৈ করছেন কেন? আপনারা তো এমনি ফেল করেছেন, তারপরও এতো হৈচৈ কিসের। আপনাদের পার্টি অফিসে যখন ভাংচুর করলো আপনাদের তো ঘুরে দাঁড়াতে হবে। আপনারা এটা ভুলে গেলেন কেমনে আমরা বীরের জাতি, আমরা দেশ স্বাধীন করেছি। অস্ত্র ছিল না আমাদের হাতে, শুধু জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীন করেছি। পকেটে হাত দিয়ে যদি আমরা ঘুমিয়ে থাকি। তাহলে আমাদের ঘরে ঘরে ঢুকে এরা মেরে ফেলবে। এটারই প্রমাণ আপনারা পেয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্নস্থানে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিরোধের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আমি বলছি, ঢাকায় কিভাবে ফেস করেছে। আমার ছাত্রলীগের কমপক্ষে ৮ থেকে ১০ জন শাহাদৎ বরণ করেছে, আওয়ামী লীগের শাহাদৎ বরণ করেছে। আপনারা জানেন গণভবনে এ্যাটাক করেছিল। বঙ্গভবনে চতুর্থদিকে ঘেরাও করতেছিল, সচিবালয় এ্যাটাক করতেছিল। সেখানে কত ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছিল সেটা আপনাদের জানা উচিৎ। সেটা কিভাবে মোকাবেলা করা হলো সেটাও জানা উচিৎ।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এটা কোনো দিন ছাত্র আন্দোলন হতে পারে না। ছাত্ররা যারা লেখাপড়া শিখতে আসছে, ভবিষ্যতের শিক্ষার জন্য ইউনিভার্সিটি, কলেজে আসছে। তারা এই আন্দোলন করতে পারে না। যারা নেতৃত্ব দিচ্ছে, তারা সবাই আমরা দেখছি এই মহলের দ্বারা পরিচালিত। আমাদের কাছে যে সংবাদ আসছে আমরা তা দেখছি। পাশাপাশি এতটুকু বলতে চাই রোকেয়া ইউনিভার্সিটির ভিসি মহোদয়কে যেভাবে আক্রমণ করেছিল। আমাদের বীর পুলিশ সদস্য, বীর বিজিবি সদস্যরা, এই নিরাপত্তা বাহিনীর সদস্যরা যদি তাকে রিসকিউ না করতো, তাহলে হয়তো তার পরিবারসহ তাকে পুড়িয়ে মারতো। আপনারা সেই দৃশ্য দেখেছেন। কাজেই এটা ছাত্র আন্দোলন নয়।’

তিনি আরো বলেন, ‘মাহামান্য আমাদের প্রধান বিচারপতি অলরেডি তার ফুলবেঞ্চে কোটা বাতিল করে দিয়েছেন। সেখানে ৭ পারসেন্টের ৫ পারসেন্ট মুক্তিযোদ্ধা কোটা। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমাদের ছেলে-মেয়ের বয়স কিন্তু ৩০ বছর পার হয়ে গেছে অনেক আগে। কাজেই আমাদের জন্য আর কোটা নাই। আমাদের জিরো। সেই ক্ষেত্রেও আমরা কিছু বলি নাই। সে হিসাবে আমাদের মুক্তিযোদ্ধা কোটা এখন নাই। এখন শুধু দুই পারসেন্ট কোটা, ৯৮ পারসেন্ট মেধায় আসবে। এরপরেও ছাত্র নেতাদের বলতে শুনলাম না, আমাদের আন্দোলন আমরা বন্ধ করলাম, কালকে থেকে আমরা ইউনিভার্সিটি, কলেজে ফিরে যেতে চাই সেই ব্যবস্থা করেন। তারা যে আরো দাবি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেগুলো তিনি ব্যবস্থা করবেন, দেখবেন, ব্যবস্থা নিবেন। তিনি অলরেডি বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন। যে হত্যা, যে ধ্বংস, অত্যাচার, সম্পদ বিনষ্ট হয়েছে তার একটা প্রতিবেদন দেয়ার জন্য। কাজেই আমরা এখন কারো নামে উসমা, কারো নামে কিছু বলতে চাই না। প্রতিবেদনটা আসলে এ দেশে এবং বিদেশে যারা নানা রকম কথা বলছেন, সবাই সেগুলো দেখতে পারবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমি একটি কথাই বলতে চাই। ছাত্রনেতারা আমি সব সময় বলছি তোমরা ভুল বুঝছ। এখনো যদি তোমরা ভুল করে থাক, তাহলে এই যে ক্ষতিগুলো হলো এই যে সম্পদ নষ্ট হলো, মানুষের জান গেল এর দায়িত্ব কে নিবে। এ দায়িত্বটা কে নিবে নিজের কাছে প্রশ্ন করো, তারপরে সিদ্ধান্ত নেও। আমি আবারো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। যারা যারা এই সম্পদ বিনষ্ট করেছে, থানা লুট করেছেন, ভার্সিটির সম্পদ নষ্ট করেছেন, আমাদের ভিসিকে হত্যার চেষ্টা করেছেন। সবগুলোকে আমরা চিহ্নিত করবো। যে অর্থের যোগান করেছেন তাকেও আমরা চিহ্নিত করবো। যে সহযোগিতা করছেন তাকে আমরা চিহ্নিত করবো। বিচার বিভাগে আমরা তাদের বিচারের ব্যবস্থা করবো। আপনাদের সহযোগিতা লাগবে। কিন্তু আপনারা যদি ইমোশনাল হয়ে হৈচৈ করেন, একটা বিরাট যড়যন্ত্র, এই যড়যন্ত্র হৈচৈ করে থামানো যাবে না। আপনারা শান্ত হয়ে যার কাছে যা ইনফরমেশন আছে আমাদের কাছে জানাবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো। আপনারা যেগুলো বলেছেন আমি শুনে গেলাম। আপনাদের ধৈর্য ধারনের আহ্বান জানাই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এই নৃশংশতা তা, আমরা সব কিছু পার করে আসছি। আমরা দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে। আমরা চৌদ্দসনে সন্ত্রাস অগ্নিসন্ত্রাস দেখেছি। ৯৯ তে দেখেছি। আমরা উগ্রবাদী উত্থান দেখেছি। এসব গুলোই আমাদের দেশপ্রেম জনতা আর আমাদের নিরাপত্তাবাহীন তারা জীবন দিয়ে এগুলো সেফ করেছেন। আজকেও তারা জীবন দিয়ে জনতার জনগণকে রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ছাত্রদের বিপদে ফেলানোর জন্য তাদের সামনে রেখে এগুলো যারা করছে। তারা আপনাদের কাছে সবাই পরিষ্কার। এরা স্বাধীনতার সময় বিরোধীতা করেছিল, এরা সবসময় পরাজিত হচ্ছে। বাংলাদেশের মানুষ এদেরকে কখনো আশ্রয় প্রশ্রয় দেয় না, পছন্দ করে না। আপনাদের কোনো ভয় নেই, সাহস করে দাঁড়িয়ে থাকুন। দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব কাটিয়ে আবার আমরা সুন্দর বাংলাদেশ গড়বো। পরে তিনি বগুড়া উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা না দেয়া ডাক্তারদের সনদ বাতিলের দাবি ড্যাবের

সকল