২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে ১২ মামলায় গ্রেফতার ১৫০

- প্রতীকী ছবি

রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ১২ মামলায় ২৪ ঘণ্টায় মহানগর এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১৫ জন এবং জেলায় আরো ১৫ জনতে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত সাত দিনে রংপুরে গ্রেফতার ১৫০ জন।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সারাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোস্তাক আহমেদসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মহানগরীতে গ্রেফতার করা হলো ১১০ জনকে।

তিনি আরো জানান, এছাড়া অন্য দু’ মামলা রেকর্ড হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হলো ১০টি।

আরো মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

জেলা ‍পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৫ জন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলা গ্রেফতার করা হলো ৪০ জন।

মহানগর পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান জানান, অভিযুক্তরা কেউ ছাড় পাবে না। নিরপরাধ কেউ হয়রানি হবে না।
তিনি নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান।

ষষ্ঠ দিনে কারফিউ শিথিল করায় সকাল ৬টা থেকে রংপুর মহানগর এলাকায় লোকজনের চলাচল ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রীতিমতো যাটজটের লেগেছে নগরীর জাহাজ কোম্পানি মোড়, সুপার মার্কেট মোড়, সিটি বাজার এলাকায়।

বুধবার রংপুরসহ বিভাগের আট জেলায় ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দেয় বিভাগীয় প্রশাসন। এই খবর পেয়ে নগরীতে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট ও মাঝারি যানবাহনের দেখা মেলে। অনেকেই ঘর থেকে বাইরে বের হয়ে প্রয়োজনীয় কাজ করছেন। বাইরে বের হতে পেরে স্বস্তিতে সাধারণ মানুষ। দুরপাল্লা, আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস ছেড়েছে। খুলেছে অফিস আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে।

শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় কারফিউ শিথিল করা হয়েছে।

বিভাগীয় কমিশনার জাকির হোসেন সরকার জানান, শুক্রবার (২৬ জুলাই) রংপুর বিভাগের আট জেলায় কারফিউ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিথিল থাকবে।

তিনি আরো জানান, ইতোমধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে।

তিনি সবাইকে কারফিউ মেনে চলায় ধন্যবাদ জানান।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল