২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোটা সংস্কারসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ

কোটা সংস্কারসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ - ছবি : নয়া দিগন্ত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০টায় ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তিপাক’ এই শ্লোগান দিতে দিতে সরকারি কলেজে সমবেত হয়ে শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকে। তাদেরকে আরো বলতে শোনা যায়, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’ ‘এক দফা এক দাবি, কোটা নট কাম ব্যাক’।

এরপর বেলা ১১টায় সেখান থেকে তারা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকাররি কলেজ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামুল করিম শান্ত, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ, শিক্ষার্থী আমিনুল ইসলামসহ আরো অনেকে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের যৌক্তিক আন্দোলনে কেন হামলা চালানো হচ্ছে। হামলা করে আমাদের থামিয়ে রাখা যাবে না। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই করতে হবে। দাবি না মানলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল