ঠাকুরগাঁওয়ে আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
- ঠাকুরগাঁও প্রতিনিধি
- ১৭ জুলাই ২০২৪, ১৬:৫৫, আপডেট: ১৭ জুলাই ২০২৪, ১৬:৫৭
ঠাকুরগাঁওয়ে দেশব্যপী চলমান কোটাবিরোধী আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে বক্তারা বলেন, দল মত নির্বিশেষে দেশের সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। আন্দোলন সংগ্রাম করা তাদের নাগরিক অধিকার। কিন্তু সরকারে পুলিশ বাহিনী ও ছাত্রলীগ, যুবলীগ তাদের ওপর হামলা চালিয়ে বুকে গুলি করে ছাত্রদের হত্যা করেছে। এ হত্যার জবাব একদিন ঠিকই দিতে হবে। মঙ্গলবার যে কয়জনকে মারা হলো তারা আসলে শহীদ হয়েছে। আমরা মহান আল্লাহর নিকট তাদের জন্য জান্নাত কামনা করছি।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সহ-সভাপতি আল মামুন আলম, দফতর সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ।
জানাজায় ইমামতি করেন বিএনপি নেতা ডা. আহাম্মদ আলী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা