লালমনিরহাটে বন্যার পানিতে ভেসে এলো ভারতের সাবেক শিক্ষামন্ত্রীর লাশ
- সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট
- ১৬ জুলাই ২০২৪, ২০:৪৫
লালমনিরহাটের তিস্তার চর থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। তিনি ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী আরসি পাউডেল।
তিনি সাত দিন ধরে নিখোঁজ ছিলেন বলে ভারতীয় মিডিয়ায় তার নিখোঁজের সংবাদ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছিল।
এর আগে গত সোমবার (১৫ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার বালু চর থেকে ওই লাশ উদ্ধার করে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে উজান থেকে তার লাশটি ভেসে এলো।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, তিস্তার পানি কমে গিয়ে নদীর বাম তীরে উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় জেগে উঠা চরে লাশটি আটকে যায়। এতে পচা গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ নদীর পাড় হয়ে বালুচর থেকে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় লাশের দুহাত বাঁধা, এক হাতে ঘড়ি ও মুখে দাঁড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। লাশ পচন ধরেছিল।
পরে বিভিন্ন তথ্য ও মিডিয়ার মাধ্যমে পুলিশ তথ্য পায় লাশটি ভারতের সিকিম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর। লাশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। এরমধ্যে লাশটি ভারতের সিকিমের সাবেক শিক্ষামন্ত্রীর এমন তথ্য আসে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বুড়িমারী স্থলবন্দর হয়ে রাতেই ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা