০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভূরুঙ্গামারীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ

ভূরুঙ্গামারীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

উপজেলার থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জামতলা মোড় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। বিক্ষোভ সমাবেশ থেকে কোটা পদ্ধতি সংস্কারের দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে। তাদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।


আরো সংবাদ



premium cement