২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিনাজপুরে শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২৫

দিনাজপুরে শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২৫ - নয়া দিগন্ত

দিনাজপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে কোটা সংস্কারের দাবিতে কলেজ মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়। তারা সড়কে বাংলা ব্লকেট তৈরীর মাধ্যমে 'চাইতে গেলাম অধিকার- হয়ে গেলাম রাজাকার শ্লোগানে উত্তাল করে তোলে রাজপথ।একপর্যায়ে শিক্ষার্থীরা শহরের কলেজ মোড়, হাবিপ্রবির অদুরে দশমাইল মোড়সহ বিভিন্ন স্থানে রাস্তায় বসে অবরোধ করেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের সময় হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আন্দোলনকারিরা ক্ষিপ্ত হয়ে উঠে। উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট- পাটকেল নিক্ষেপ চলে প্রায় ঘণ্টাব্যাপী। এতে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতদের মধ্যে আটজন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে আহতের সংখ্যা এখনো নিরূপণ হয়নি। কাউকে গ্রেফতারও করা হয়নি।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল