রংপুরে কোটা বাতিলের দাবিতে পদযাত্রা, স্মারকলিপি
- সরকার মাজহারুল মান্নান, রংপুর অফিস
- ১৪ জুলাই ২০২৪, ১৮:৩৫
সকল গ্রেডে যৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রংপুরে পদযাত্রা এবং রাষ্ট্রপতির কাছে ডিসিরে মাধ্যমে স্মারকলিপি দিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে পদযাত্রা নিয়ে শিক্ষার্থীরা মডার্ন মোড় এলাকায় যায়।
সেখানে বটগাছের তলে স্মারকলিপি পাঠ করে শোনানো হয়। স্মারকলিপি পাঠ করেন বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীদের রোকেয়া বিশ্ববিদ্যালয় সমন্বয়কারী শামসুর রহমান সুমন। এ সময় শিক্ষার্থীরা দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ চেয়ে স্লোগান দেন।
পরে এইচএসসি পরীক্ষা থাকায় নগরীতে মিছিল না করে বিচ্ছিন্নভাবে তারা পাবলিক লাইব্রেরি মাঠে মিলিত হয়। সেখান থেকে পরীক্ষা শেষ হওয়ার পর পদযাত্রা করে ডিসি অফিস ক্যাম্পাসে যায় শিক্ষার্থীরা। পরে ডিসির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমন্বয়কারী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা