২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় ৫ জন নিহত

গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় ৫ জন নিহত - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় স্কুল ছাত্রীসহ চারজন নিহত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) গোবিন্দগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পুকুরের পানিতে পড়ে এক প্রতিবন্ধী কিশোর, ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ দু’জন, ভটভটির ধাক্কায় এক গরু ব্যবসায়ী এবং গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের কুকরাইল গ্রামের আবু মুছা মণ্ডলের প্রতিবন্ধী ছেলে নূরুন্নবীকে (১৩) শনিবার দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন খোঁজখুঁজির একপর্যায়ে বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে পানিতে ডুবন্ত অবস্থায় নূরুন্নবীর লাশ উদ্ধার করে। রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসালাম মন্ডল নূরুন্নবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে গোবিন্দগঞ্জের দুই ব্যক্তি প্রাইভেটকার চালিয়ে রাজশাহী থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশে আসছিল। পথিমধ্যে বগুড়া-নাটোর মহাসড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সাথে প্রাইভেট কারটির সংঘর্ষ হলে কারটি রাস্তার পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে প্রাইভেট কারে থাকা গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজ উদ্দিন (৩৭) ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর ব্যক্তি একই গ্রামের মরহুম শামছ উদ্দিনের ছেলে ড্রাইভার আশরাফুল ইসলাম (৩৬) গুরুতর আহত হয়। পরে আহত আশরাফুলকে সেখান থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

অপর দিকে রানীগঞ্জ বাসষ্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত গোবিন্দগঞ্জের গরু ব্যবসায়ী তছকীন উদ্দীন (৬৫) বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ জুলাই) দুপুরে মারা যায়। এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা সোনারপাড়া (দেওয়ানের বাড়ী) গ্রামের বুলু মিয়ার অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৪) সকালে বাড়ির সবার অজান্তে ঘরের বাঁশের আরার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এলাকার লোকজন জানায়, শারমিনের সাথে এক ছেলের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিন্তু ওই মেয়ের পারিবারিক অবস্থা অসচ্ছল হওয়ায় ছেলের পরিবার ছেলেকে অন্যত্র বিয়ে করায়। এ কথা জানার পর মনের ক্ষোভে শারমিন আত্মহত্যা করে। শিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রোকন আকন্দ শারমিনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল