২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সৈয়দপুরে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সৈয়দপুরে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সৈয়দপুর প্রেসক্লাবে সামনে বিকেল সাড়ে ৩টায় মানববন্ধন শুরু হয়ে দু’ঘণ্টাব্যাপী চলে ওই মানববন্ধন। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে মুখোরিত হয়ে পড়ে রাস্তাটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী রাফেতুজ্জামান, সিয়াম, রাজু, সাইফুল্লাহ, ফাইম প্রমুখ।

বক্তব্যে এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল এখন সময়ের দাবি। আজ দেশের সকল শিক্ষার্থী এক হয়েছে। কোটা বাতিল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাবে না। এ সময় এই আন্দোলনে যেসব শিক্ষার্থীদের ওপর হামলা নির্যাতন করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানান মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। আমাদের কোটা বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।


আরো সংবাদ



premium cement