সৈয়দপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী ও দেবর আটক
- সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
- ১২ জুলাই ২০২৪, ১৬:১৩
নীলফামারীর সৈয়দপুরে বন্যা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বন্যা আক্তার ওই এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন বাসিন্দা হোসেন আলীর ছেলে আবু বকর সিদ্দিক ওরফে বাদশা'র স্ত্রী ও নীলফামারী সদরের ইটাখোলা ফকিরের বাজার এলাকার বেলাল হোসেনের মেয়ে। এ ঘটনায় নিহত বন্যার স্বামী আবু বকর সিদ্দিক বাদশা ও দেবর রাজাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
জানা যায়, বাদশা মিয়ার সাথে বন্যা আক্তারের পারিবারিকভাবে আড়াই বছর আগে বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান আছে। গত ১১ জুলাই রাতে বন্যা তার বাবার সাথে মোবাইলে কথা বলছিলেন এ সময় হঠাৎ করে কল কেটে যায়৷ পরে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলেও বন্যার সাথে যোগাযোগ করতে পারেনি।
মধ্যরাতে বন্যা আক্তারের প্রতিবেশীর মাধ্যমে তার স্বজনরা জানতে পারে তিনি মারা গেছেন। পরে তারা ছুটে এসে তার লাশ আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
স্বামী বাদশার পরিবারের বক্তব্য হলো, জ্বরে অসুস্থ হওয়ায় স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে রোগীর অবস্থা খারাপ হওয়ায় বন্যাকে রংপুর ডক্টরস ক্লিনিকে নেয়ার সময় তার মৃত্যু হয়।
কিন্তু বন্যার বাবা বেলাল হোসেন বলেন, আমার মেয়ে বন্যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। আমার মেয়ে হত্যার বিচার ও দোষীদের শাস্তি দাবি করছি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সাইফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব সৈয়দপুর) মোস্তফা মঞ্জুর ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী আবু বকর সিদ্দিক বাদশা ও রাজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা