০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ২ মহররম ১৪৪৬
`

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ ৩ জনের মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ ৩ জনের মৃত্যু -

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) কচাকাটা থানা এলাকায় ঘটনাগুলো ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বেগুনী পাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও মাছুমা (৬) এবং নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম।

কচাকাটা থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সুমাইয়া ও মাছুমা ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। এ সময় বাড়ির অদূরে সেচ পাম্পের ঝুলানো বিদ্যুতের তারে তাদের গলা আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অপরদিকে প্রায় একই সময় নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ভেলায় চড়ে পাশের বাড়িতে যাওয়ার সময় ভেলার লগি বিদ্যুৎ সরবরাহের মেইন লাইনের সাথে লেগে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বলেন, তিনজনের লাশ পরিরারের কাছে দেয়া হয়েছে। এ বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা করা হবে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
প্রশ্নফাঁস : অভিযুক্ত সেই আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যাহতি বাংলাদেশে থ্যালাসেমিয়া কতটা উদ্বেগের? খুলনায় যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহমা নিয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল আবুধাবিতে গাড়ি বিস্ফোরণে নিহতদের বাড়িতে শোকের মাতম পর্দাকাণ্ডের হাসপাতালে একের পর এক অগ্নিকাণ্ড ছিল মানবসৃষ্ট! কারা জড়িত? আধুনিক সরঞ্জামাদি সংযোজনের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে বিটাক ইশরাককে রিমান্ডে নেয়ার আবেদনের শুনানি ২৩ জুলাই কোটা নিয়ে আদালতের রায় সরকারের ইচ্ছার প্রতিফলন : রিজভী সিলেটের কাস্টমস কমিশনার এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা লিবিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পাওয়া ১৬২ বাংলাদেশী দেশে ফিরেছে

সকল