২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে মরিচ ক্ষেতে মিলল অটোরিকশাচালকের বিকৃত লাশ

রংপুরে মরিচ ক্ষেতে মিলল অটোরিকশাচালকের বিকৃত লাশ - ছবি : নয়া দিগন্ত

রংপুরের একটি দোলায় মরিচের ক্ষেত্রে কালাপাতা দিয়ে ঢাকা অটোরিকশাচালক আলি মিয়া ওরফে রকির (২৭) বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুন) দুপুর ১টায় সদর উপজেলার সদ্যপুষ্করণি ইউনিয়নের পালিচড়া জমিদারের দোলার মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আলি মিয়া ওরফে রকির বাড়ি মিঠাপুকুর উপজেলার বালারহাটে।

রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ বলেন, ‘সকালে ওই দোলায় মরিচ তুলতে গিয়ে লাশ দেখতে পেয়ে ‍পুলিশে খবর দেয় স্থানীয়রা। আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।’

ওসি আরা জানান, লাশের পরনে জিন্সের প্যান্ট এবং ডোরাকাটা টি-শার্ট আছে। মাথা থেতলানো এবং মুখ বিকৃত অবস্থায় ছিল। লাশের দুর্গন্ধ বেরিয়েছে। মুখ, হাত পা এবং লজ্জাস্থানে এসিড দিয়ে ঝলসে দেয়া অবস্থায় পাওয়া যায়।

তিনি বলেন, ‘আমাদের ধারণা দুই-তিন দিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়।’

পুলিশের সিআইডি টিম ঘটনাস্থল রেকি করে আলামত সংগ্রহ করেছে বলেও জানান তিনি।

ওসি জানান, প্রাথমিক তথ্যে আলি মিয়া অটোরিকশচালক ছিলেন বলে জানা গেছে। তিন দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে লাশ মরিচ ক্ষেতে রেখে যায়। তাকে কিভাবে হত্যা করে সেখানে ফেলে রাখা হয় এবং কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

লাশ শনাক্তকারী আলি মিয়ার ভাগিনা বলেন, ‘তিন দিন আগে আমার মামা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে ভাড়া নিয়ে বাইরে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর দু’দিন আগে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।’


আরো সংবাদ



premium cement
সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে পারে ইসরাইল অটোরিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

সকল